আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার, ১২ অক্টোবর ২০২৫: ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা আসন্ন নির্বাচনে আর কোনো দায়িত্বে থাকবেন না বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার, ১২ অক্টোবর ২০২৫, সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের বিচার আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে। ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশে থাকি, আমার সন্তানরাও দেশে থাকে, আমার সেফ এক্সিটের প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অফিসার ইন চার্জদের (ওসি) সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’
উপদেষ্টা জানান, নির্বাচন চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা সহিংসতার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা সরবরাহের প্রক্রিয়া চলছে।’
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আরও জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা দেশের ১৩০টি ভেন্যুতে ২৮টি ব্যাচে অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি ব্যাচের ১৩ হাজার সদস্য ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া আনসার-ভিডিপির ৫ লাখ ৮৫ হাজার সদস্যকেও নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার সদস্য অস্ত্রসহ ও ৪ লাখ ৫০ হাজার সদস্য নিরস্ত্র প্রশিক্ষণ পাবেন। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে। অন্রদিকে নির্বাচনে বিজিবির ১ হাজার ১০০ প্লাটুনের ৩৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে ৬০ শতাংশ ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন। এ প্রশিক্ষণ ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন হবে। পাশাপাশি প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্যকেও মোতায়েন করা হবে।
সংস্কার/ইএমই
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটার শনাক্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে একটি হাতঘড়ি ও পোশাকের মিল। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের দাবি, খুব কাছ থেকে হাদিকে গুলি করা ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি বিস্তারিত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অবসর গ্রহণের আগে আগামী ১৪ ডিসেম্বর বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। এ বিষয়ে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে