আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার, ২৮ সেপ্টেম্বর ২০২৫: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশগ্রহণ করার উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেন সহযোগিতা ও তাদের অবদানের মাধ্যমে দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিরা একটি অবিচ্ছেদ্য অংশ, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সূচিত পরিবর্তনগুলো সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সবসময় আপনাদেরকে যুক্ত করার পরিকল্পনা করি এবং কিভাবে আপনারা দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, আমরা সেই পথ খুঁজছি। আপনাদেরকে এখানে দেখে আমরা দেশে ফেরার নতুন উদ্যম পাচ্ছি।” তিনি আরও বলেন, “গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নামুন এবং আমাদের সঙ্গে খেলুন।”
(২৭ সেপ্টেম্বর ২০২৫ স্থানীয় সময়) নিউইয়র্কে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এখানে প্রবাসী বাংলাদেশি এবং সফররত রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “রাজনৈতিক নেতাদেরকে এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে দেখে আমার আত্মবিশ্বাস আরও বেশী বেড়ে গেলো।” বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনা দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ শতাংশেরও বেশি হয়েছে। পাশাপাশি তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।
আশিক প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া সম্পর্কেও গুরুত্বপৃর্ণ আলোচনা করেন। তারপর অনুষ্ঠিত হয় “ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট” শীর্ষক এক প্যানেল আলোচনা। বিশেষ দূত লুফতে সিদ্দিকী এ আলোচনা পরিচালনা করেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন এতে অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন পরবর্তী রাজনৈতিক ভিশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় “শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, প্রবাসীদের জন্য “শুভেচ্ছা” নামের নতুন একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন, যা এনআরবিদের প্রয়োজনীয় সেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে।
সংস্কার/ইএফহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটার শনাক্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে একটি হাতঘড়ি ও পোশাকের মিল। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের দাবি, খুব কাছ থেকে হাদিকে গুলি করা ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি বিস্তারিত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অবসর গ্রহণের আগে আগামী ১৪ ডিসেম্বর বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। এ বিষয়ে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে