কুরআনের বহু আয়াতে মহান আল্লাহ কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের কথা উল্লেখ করে জানিয়েছেন, তাদের তিনি ভালোবাসেন। এ নিবন্ধে আল্লাহর প্রিয় সে সকল পুণ্......
বিস্তারিতসার্বজনীনতা ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি নির্বিশেষে গোটা মানবজাতির জন্য গ্রয়োগযোগ্য কল্যাণ। ব্যক্তির আত্মিক নিবেদনের আকুতি যদিও ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু জাগতিক সংলগ্নতায় স্রষ্টার ঈপ্সিত মানব সমাজ নির্মাণে আত্মিকতা হচ্ছে মননের উৎসে দৃষ্টিকোণ এবং মূল্যবোধ হিসেবে বহুমাত্রিক। এটি স্রষ্টাসূত্র ছাড়াও মানবিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক উপযোগিতায় সক্রিয় সাপেক্ষ। অন্তর্গত আত্মিকতা ও জাগতিক বহিরাবরণ উভয় ক্ষেত্রেই আত্মিকতার অবদান রয়েছে।
বিস্তারিতএ বিষয়েও আলেমগণ চার অবস্থার কথা উল্লেখ করেছেন: প্রথম: কোন খারাপ কাজ দেখার পর তা প্রতিরোধ করলে তা দমন হয়ে যাবে। যেমন আমি কাউকে দেখলাম যে সে মসজিদে বসে সিগারেট খাচ্ছে। আমি যদি এ অন্যায় কাজ প্রতিরোধ করি এবং তাকে সিগারেট খেতে বারণ করি তবে সে মসজিদ থেকে বের হয়ে যাবে আর খারাপ কাজটি দমন হবে। দ্বিতীয়: অবস্থা হল, খারাপ কাজ দমন হবে না তবে দাওয়াত দ্বারা সে খারাপ কাজটির মাত্রা কমে যাবে। যেমন আমার ভাই-বোন কে সিনেমা দেখতে দেখে আমি বারণ করলাম। এর দ্বারা হয়ত খারাপ কাজ পুরোপুরি দমন হবে না তবে এর মাত্রা কমে যাবে। হয়ত তারা সিনেমা দেখার মাত্রা কমিয়ে দিবে অথবা আমার সামনে দেখবে না । যদি দেখে তবে গোপনে গোপনে দেখবে।
বিস্তারিত