আমি অংকুর মেলার সদস্য/সদস্যা হতে চাই। এতে আমার অভিভাবকের কোন আপত্তি নেই। আমি ওয়াদা করছিঃ * সদা সত্য কথা বলবো, বড়দের কথা মেনে চলবো এবং ছোটদের স্নেহ করবো। * কারো মনে কষ্ট দেব না। * সৃষ্টিকর্তার আদেশ-নিষেধ মেনে চলবো। * কারো সংগে মনোমালিন্য হলে যত শীঘ্র সম্ভব মিলে মিশে যাবো। * সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে এসব ওয়াদা পালনের তাওফীক দিন। আমীন!
বিস্তারিত