অনুসরন করুন :
আল-কুরআন

আল কুরআন : আল- আম্বিয়া : ৪৪ থেকে ৬৪

বরং আমরাই তাদের এবং তাদের পূর্ব পুরুষদের ভোগবিলাসের উপকরণ দিয়েছি, তাছাড়া তাদের বয়সকালও হয়েছিল দীর্ঘ। তারা কি দেখেনা, আমরা তাদের দেশকে চারদিক থেকে সংকু...

বিস্তারিত
আল-হাদীস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

আবু আইয়ুব রা. বলেন, আমি যখনি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে নামায পড়েছি, তাকে নামায শেষ করে এই দোয়া পড়তে শুনেছি। (যার অর্থ:) হে...

বিস্তারিত
সম্পাদকীয়

আমাদের দ্বিতীয় স্বাধীনতা

প্রাণের বাংলাদেশ স্বাধীন হলো। প্রিয় বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা ৭১ সা...

বিস্তারিত

সংস্কার কুইজ

নিয়মাবলী

১.  প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখতে হবে। আলাদা কাগজে অথবা ফটোকপি করলেও    গ্রহণযোগ্য হবে।

২. উত্তর আগস্ট মাসের ২৫ তারিখের মধ্যে আমাদের কার্যালয়ে পৌঁছাতে হবে।

৩. সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে  বিজয়ী ৩ জনকে পরপর তিন সংখ্যা সংস্কার সৌজন্য পাঠানো হবে।

 ১. প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: .......................................

 ২. প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তর: ........................................

 ৩. প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?

উত্তর: ........................................

 ৪. প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

উত্তর: .......................................

৫. প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ...........................................

৬. প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তর: ........................................

 ৭. প্রশ্ন:  কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:.......................................

 ৮. প্রশ্ন: নিশীত সূর্যোদয়ের দেশ বলা হয়-কোন দেশকে?

উত্তর: .......................................

 ৯. প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

উত্তর: ...........................................

 ১০. প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

 উত্তর: ........................................

১১. প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?

উত্তর: ........................................

 ১২. প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?

উত্তর: ........................................

 ১৩. প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?

উত্তর:.........................................

 ১৪. প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?

উত্তর: ..........................................

 ১৫. প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?

উত্তর: .........................................

১৬. প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?

উত্তর: .........................................

১৭. প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?

উত্তর: ..........................................

 ১৮. প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?

উত্তর: ...............................................

১৯. প্রশ্ন: টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: .................................................

২০. প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ কোনটি?

উত্তর:  ..........................................

 

উত্তর দাতার নাম : ...........................................................................................................................

পূর্ণ ঠিকানা : ..................................................................................................................................

মোবাইল : ....................................................................................................................................

জুলাই ২০২৪ এর কুইজের উত্তর

১. ২৭০ টি, ২. হাড়িয়াভাঙ্গা নদী, ৩. ১৮৮৫ সালে, ৪. জার্মানি ও অস্ট্রিয়া।, ৫. বার্লিন, ৬. ঈশ্বরচন্দ্র গুপ্ত, ৭. ১৯০৬ সালে, ৮. আবদুল গাফফার চৌধুরী, ৯. জুলাই- জুন, ১০. ফররুখ আহমেদ, ১১. ২ জুলাই, ১২.  ৫ টি, ১৩. উজ্জীবিত নওগাঁ, ১৪. নাকফা, ১৫. ১৮৬২ সালে, ১৬. ঈশ্বরদী, পাবন, ১৭. ২০০১ সালে, ১৮. যুক্তরাজ্য, ১৯. ১৯৫৩ সালে, ২০. গাজীপুর।

তিন ভাগ্যবান বিজয়ীর নাম ও ঠিকানা

বি: দ্র: তিন ভাগ্যবান বিজয়ীর নাম ও ঠিকানায় পুরস্কার পৌঁছে যাবে ইন-শা-আল্লাহ।

১ম বিজয়ীর নাম: হোসাইন মাহাবুব, বরিশাল।

২য় বিজয়ীর নাম: সাদিয়া আফরোজা, ঢাকা।

৩য় বিজয়ীর নাম: শফিকুল ইসলাম, বগুরা।

 

 

0 | দেখেছেন : 14 |

সম্পর্কিত খবর

মার্চ ২০১৯ এর সংস্কার কুইজ

প্রশ্নঃ ০১. সব প্রশংসার কার জন্য? উত্তরঃ............................................................. প্রশ্নঃ ০২. সারা জাহানের প্রতিপালক কে? উত্তরঃ............................................................. প্রশ্নঃ ০৩. আল্লাহর তায়াল নাম কয়টি? উত্তরঃ............................................................. প্রশ্নঃ ০৪. আল্লাহর কী কী গুণ রয়েছে? উত্তরঃ............................................................. প্রশ্নঃ ০৫. কিয়ামত দিবসের মালিক কে?

অক্টোবর ২০২১ এর সংস্কার কুইজ

১. প্রশ্ন: রাষ্ট্রপতির সরকারি দফতরের নাম কি? উত্তর.................................................... ২. প্রশ্ন: ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? উত্তর: .................................................... ৩. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরে ছিল? উত্তর: .................................................... ৪. প্রশ্ন: টেকনাফ কোন নদী তীরে অবস্থিত? উত্তর: ...................................................... ৫. প্রশ্ন: সরকারের সবচেয়ে বেশী রাজস্ব আসে কোন উৎস থেকে?

জুলাই ২০২১ এর সংস্কার কুইজ

১. প্রশ্ন: মুজিবনগর সরকার আর কি নামে পরিচিত ছিল? উত্তর.................................................... ২. প্রশ্ন: প্রথম মুজিবনগর সরকারে সদস্য সংখ্যা কত ছিল? উত্তর: .................................................... ৩. প্রশ্ন: মুজিবগনর সরকারের শপথবাক্যা পাঠ করান কে? উত্তর: .................................................... ৪. প্রশ্ন: মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির নাম কি ছিল? উত্তর: ...................................................... ৫. প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধামন্ত্র্রীর নাম কি ছিল?

জুন ২০২১ এর সংস্কার কুইজ

১. প্রশ্ন: বাংলাদেশে প্রথম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কত সালে: উত্তর.................................................... ২. প্রশ্ন: দিল্লীর সিংহাসনে প্রথম মুসলিম নারীর নাম কি? উত্তর: .................................................... ৩. প্রশ্ন: প্রশাসনিক বিভাগ প্রথম কে চালু করেন? উত্তর: .................................................... ৪. প্রশ্ন: কুতুবদিয়ায় বাতিঘরের আবিষ্কারকের নাম কি? উত্তর: ...................................................... ৫. প্রশ্ন: বাংলাদেশে কোন রাসায়নিক সারের চাহিদা সবচেয়ে বেশী?